নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ডিবি রোডের হোটেল মিয়ামী আবাসিকের সামনে থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আজিম(২১)ওমোঃ হাসান(২১)নামের দুই যুবককে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা এএসআই গোলাম মোস্তফা ও এ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটককৃত , মোহম্মদ আজিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কিসমত করিমপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে, ও মোঃ হাসান ৬ নং নাটেশ্বর ইউনিয়নের ফরাজী বাড়ির আবু তাহেরের ছেলে।
ধৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে মামলা নং ২৩।