নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের হোগলা ডাংঙ্গা সাহা পাড়ার দিনো বন্ধুর ছেলে দিপ্ত সাহা (২৫) কে খুন করে এ্যাপাসি ফোর ডি মটর সাইকেল ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় দিপ্ত সাহা (২৫) পার্শ্ববর্তী এলাকার বাইলে ঘাট মন্দিরে নামযোগ্য শুনতে যায়। কিন্তু সেখান থেকে নামযোগ্য শুনে আর বাড়ি ফেরা হলোনা দিপ্ত সাহার। দুর্বৃত্তরা তাকে খুন করে পাশের খালে ফেলেদিয়ে তার ব্যবহৃত এ্যাপাসি ফোর ডি, মোটরসাইকেল ও গলায় সোনার চেন ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে অনেক রাত পর্যন্ত নিহত দিপ্ত সাহাকে তার বাবা মা খোঁজা খুঁজি করে কোন খোঁজ পায়নি। পরদিন শনিবার (আজ) সকালে বাইলে ঘাট মন্দিরে পার্শ্ববর্তী গরাণতলা মহাশ্মশানের ডোবায় স্থানীয় এলাকার একব্যাক্তি দিপ্ত সাহার মৃত দেহ দেখতে পেরে নড়াইল সদর থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল থেকে তার মরা দেহ উদ্ধার করে।
এঘটনা দিপ্ত সাহার পরিবার জানতে পেরে দৌড়ে ঘটনা স্থলে ছুটে যান এবং তার ছেলের মৃত দেহ দেখে সনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়ে। পরে পুলিশ সেখান থেকে নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে দোষীরা ধরা পড়বে।