ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ সংবাদ

নড়াইলে শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে

এসডি রুবেল নড়াইল প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে ল্যান্স নায়েক শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী (রবিবার) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দিনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গার্ডঅব অনারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে। পরে শুরু হয় আলোচনা সভা।
বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের সদস্য সচিব আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল প্রমুখ।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তিনি ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন।
যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন। তাই তার জন্মভূমি নড়াইলে দিনটি শরন করতে প্রতি বছরেই নুর মুহাম্মাদের সৃতি চরনে ও তার আত্মার মাগফিরাত কামনা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।