সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামালায় নিহতদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের নির্দেশনায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের আয়োজনে ধর্মপুর পি এন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দেওয়ান মোঃ আমিনুল ইসলাম মন্জু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হুদা রাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আরম সরকার লেবু।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিজানুর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এস.এম.আশিকুরজ্জামান প্রামানিক তুহিন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগেরসহ অংঙ্গ-সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে একটি শোক র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply