সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত পানিসম্পদ উন্নয়ন” প্রকল্পের আওয়তায় ২০২২-২০২৩ অর্থ বছরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ফিড বিতরন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল। মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সর্দার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা প্রমুখ।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৬ টি সুফল ভোগী পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ১ টি করে ফিডের বস্তা বিতরণ করেন।
Leave a Reply