কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলার জমির দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে ২ জন মারা গেছে।এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে বরুড়ার ঝালগাও গ্রামের পশ্চিম পাড়া ইউনুস মেম্বারের বাড়ির পাশে স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফা তার জমিতে চাষের জন্যে ট্রাকটর নামালে তার প্রতিবেশী নিহত খোরশেদ আলম সহ জয়নাল, মোশাররফ সহ ৮/১০ জনের একটি দল মোস্তফা কে ধাওয়া দেয়।
এ সময় মোস্তফার বোনের স্বামী আবদুস সাত্তার প্রতিপক্ষকে বাধা দিলে ও তার সাথে প্রতিপক্ষের বিরোধের ঘটনা ঘটে। এ সময় আবদুস সাত্তারের সাথে প্রতিপক্ষের ব্যাপক মারামারি হয়। এ সময় সংর্ঘষে খোরশেদ আলম (৩২) আবদুস সাত্তার (৫৫) মারাত্বক আহত হয় মোট ৫জন মারাত্মক আহত হয়, আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে খোরশেদ আলম ও আবদুস সাত্তার মৃত্যু বরন করেন ।
স্থানীয় সূত্রে জানা যায় গুরুতর আহত জয়নাল, মোশাররফ সহ ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হসপিটালে চিকিৎসা চলছে ।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন শুক্রবার সকাল ৯/১০ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে, প্রশাসন ঘটনার তদন্ত করছেন।
এদিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, শুনেছি জমি সংক্রান্ত সমস্যা নিয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আরও জানতে ওখানের আমাদের টিম পৌঁছেছে। জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply