মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার পক্ষে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন-পলাশবাড়ী উপজেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ।
তার নেতৃত্বে প্রতিটি গণসংযোগ-প্রচারণায় জনতার ঢল নেমেছে। এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশ গ্রহণে প্রতিটি গণসংযোগ হয়ে উঠছে উৎসবমুখর।
সরেজমিন ঘিরে দেখা যায়, সাদুল্লাপুর ও পলাশবাড়ী দুটি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসনের বিভিন্ন হাট-বাজারসহ জনগুরুত্বপূৃর্ণ স্থান সমূহে একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ এর নেতৃত্বে নৌকার পক্ষে দিন-রাত প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর চৌরাস্তা ও কোমরপুর বাজারে গণসংযোগ ও উঠোন বৈঠকে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন উপজেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ।
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা টানা তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোলমডেল।
তাই উন্নয়নের অপ্রতিরোধ্য এ অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।
Leave a Reply