ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলের চেষ্টা টাকা লুটপাট ও দোকানপাট ডেকোরেটর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গত (৩১-জুন) বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ উপজেলার ৮ নং রামনাথপুর ইউনিয়নের বাংলার হাট বাজারে এ ঘটনা ঘটে। ফয়েজ উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ভূক্ত ভূগী ফয়েজ উদ্দিন বদরগঞ্জ উপজেলার ৮নং রামনাথপুর ইউনিয়নের উত্তর মুকসুদপুর পাঠানপাড়া গ্রামের মৃত গুলু মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায় ,ফয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে সে বাংলার হাট নামক এলাকায় বাজারে পান ও ডেকোরেটর দোকান করে আসছেন। ভূক্ত ভূগী ফয়েজ উদ্দিন দোকানে বিকালে আসলে দেখতে পায় বিবাদীরা পানের দোকানের মালামাল ও ডেকোরেটরের সব মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে। পরে বিবাদীদেরকে বাঁধা প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ফয়েজ উদ্দিন কে এলো পাতাড়ি ভাবে মারধর করলে, মাটিতে অসুস্থ হয়ে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসক কাছে নিয়ে যান।
অভিযুক্তরা হলেন, রমজান আলী( ৬৮) পিতা-মৃত্যু গুল মামুদ ২! আনারুল হক (২৭ )৩ ! মফসার আলী (৩০) ৪ ! মিনহাজুল হক( ৩৫)উভয় পিতা রমজান আলী সকলের সাং ৮ নং রামনাথপুর ইউনিয়নের উত্তর মকসুদপুর।
বদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম মজুমদার জানান , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্তা নেয়া হবে।
Leave a Reply