হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইনঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ১০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ মিথুন আলী (২৪) ও শ্যামল নামে (২৪) দুই মাদক কারবারীকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
শুকবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক বিন্নির জিন্দার মোড় এলাকায় ওসি মোহাম্মদ আবু আজিফ এর নির্দেশে এস আই(নিঃ)মোঃ গিয়াস উদ্দিনের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটককৃত মিথুন আলী ঘোড়াগাছা গ্রামের লতিফের ছেলে ও শ্যামল কুমার ঐ একই গ্রামের সমরেশ কুমারের ছেলে।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণীর ১০(ক) ধারায় শনিবার সকালে আটককৃতদের ঝিনাইদহ কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া একটি লাল কালো রং এর পালসার ১৫০ সিসি মটোরসাইকেল, যাহার রেজিঃ নং ঝিনাইদহ-ল-১২-৩০৯৪ জব্দ করা হয়।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply