ফরিদপুর জেলা প্রতিনিধিঃ সদরপুর উপজেলার উপজেলার আকটের চর ইউনিয়নে সোমবার দিবাগত রাত দুইটায় এক মশার কয়েল হতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে তার পালন করা গবাদি পশু।
জানা গেছে , সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের চোকদার ডাংগি গ্রামের শেখ করিম, পিতা- শেখ আইনুদ্দিন এর বসত বাড়ির গোয়াল ঘরে মশার কয়েল হতে আগুন লেগে একটি দোচালা গোয়ালঘর, গোয়াল ঘরে থাকা একটি বড় ষাঁড় গরু, একটি খড়ির ঘর, খড়ির ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়।
স্থানীয় লোকজন তাদের প্রচেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসও ঘটনাস্থল আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক শেখ করিম জানান।
Leave a Reply