সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।কোতায়ালী থানা শাখার সদস্য মোঃ কামাল মোল্লার সভাপতিত্বে

আজ সোমবার বিকেল চারটায় ‌ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও হা- মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সহিদুল ইসলাম নিরু, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামাল বাবুল,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতানা রাহাত খান, কোতায়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল তাদের দোসরেরা আজ সরকার তথা আওয়ামীলীগের বিরুদ্ধে দেশে বিদেশি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামীলীগ সরকারকে যে কোন মূল্যে তারা উৎপাত করতে চায় । বিএনপি – জামায়াত চক্র ইস্যুবিহীন কর্মসূচীর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।

আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে ।কোন বিদেশি প্রভুর প্রেসক্রিপশন অনুযায়ী নয়।
যারা ৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল বিএনপি তাদের সাথে আঁতাত করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন কোন লাভ হবে না।আওয়ামী লীগকে পূনরায় ক্ষমতায় আনতে হলে নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category