সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মিসেস আফরুজা বারী।
মঙ্গলবার দুপুরে সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে তিনি সাংবাদিকের সাথে মতবিনিময় করেন।
এসময় মিসেস আফরুজা বারী বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি নির্বাচন করবেন। স্মাট বাংলাদেশ বির্নিমানে উপজেলার বিভিন্ন সেক্টরে তথা সমগ্র উপজেলার উন্নয়ন বাস্তবায়নের জন্য এ আসনে সরকার দলীয় এমপি একান্ত প্রয়োজন। সে জন্য তিনি প্রধান মন্ত্রীর স্মাট বাংলাদেশ বির্নিমানে নৌকার প্রার্থী হতে আগ্রহী। উন্নয়নের দিক থেকে অন্যান্য উপজেলার চেয়ে সুন্দরগঞ্জ উপজেলা অনেক পিছিয়ে রয়েছে। সরকার দলীয় এমপি ছাড়া সুন্দরগঞ্জের উন্নয়ন বেগবান করা সম্ভব নয়। নৌকার হয়ে কাজ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা প্রতীক দিবেন আমি তাকে সমর্থন দিয়ে তার পিছনে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মজনু হিরো, বর্তমান ভারপ্রপাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হবি, শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, এমদাদুল হক, শাহ রেদওয়ানুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ প্রমখ।
Leave a Reply