শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ১৭৮ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিমুল (৩০) ও আব্দুল হালিম (৮০) নামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ২৪ ঘন্টায় ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এর সত্যতা নিশ্চিত করেছেন।এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুবরণকারী
শিমুল সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আলীম খাঁ এর ছেলে ও আব্দুল হালিম নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের আব্দুল লতিফ এর ছেলে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শিমুল হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় তিনি মারা যান। অন্যদিকে ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় আব্দুল হালিম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার এর দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৯ জন। চলতি বছর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category