মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের সাক্ষরতা প্রসার‘’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে দিবসটি তাৎপর্য তুলে ধরে সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা বীর মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ইউ আর সি সরকারি ইন্সপেক্টর সোহেল মিয়া।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply