শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

অম্বিকাপুর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ অম্বিকাপুর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নির্বাচন (২০২৩-২৫) গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে১৭৭ জন ১৬ টি পদের জন্য ‌ ভোটাধিকার প্রয়োগ করে।

উক্ত নির্বাচনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের উৎসাহ ছিল লক্ষ্য করার মতো বেলা বারোটার দিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এরপর নির্বাচন পরিদর্শন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। তারা সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন পরিবেশ নিয়ে ‌ সন্তোষ প্রকাশ করেন।

উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন কোতোয়ালি থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ মিঠু মিয়া। নির্বাচন কমিশন সদস্য ‌ আব্দুর রাজ্জাক। রিটার্নিং অফিসার হারুনুর রশিদ এবং প্রিজাইডিং অফিসার ‌আশিকুর রহমান। নির্বাচন ‌ সকাল ৯ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষিত হয় ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হন সরোয়ার শেখ, সহ-সভাপতি নির্বাচিত হন লোকমান শেখ স্বপন মন্ডল ‌ ও তুহিন মীর, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মামুন ফকির, সহ-সাধারণ সম্পাদক রমজান মোল্লা ও মোহাম্মদ শাজাহান, সাংগঠনিক সম্পাদক মন্টু মন্ডল, সহকারি সাংগঠনিক সম্পাদক কালাম শেখ কোষাধক্ষ্য মনিরুজ্জামান মাসুদ , ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ কাসেম, লাইন সেক্রেটারি পদে নির্বাচিত হন হারুন প্রামানিক, আলমগীর মাতব্বর, শওকত শেখ ও ইউনুস মৃধা।

এদিকে নির্বাচনে জয়লাভ করার পর বিজয়ী প্রার্থীরা আনন্দ মিছিল করেন। এছাড়া একটা চমৎকার নির্বাচন করায় ভোটার এবং নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category