সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

ফরিদপুরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার বা ই স স প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বা ই স স এর ফরিদপুর জেলা উপজেলা ও ইউনিয়ন নির্বাহী কমিটির গঠনকল্পে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলনটি ‌ আজ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গাজনা ইউনিয়ন পরিষদ মধুখালীর সদস্য মোহাম্মদ আদর আলীর সভাপতিত্বে এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও বা ই স স এর সহ-সভাপতি ‌ অনক আলী শাহিদীর ‌ সঞ্চালনায় ‌ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বা ই স স এর উপদেষ্টা এফবিসিসিআই সহ-সভাপতি, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডঃ যশোদা জীবন দেবনাথ সিআইপি। বিশেষ অতিথি ছিলেন বাইসস এর সংগঠক আবুল খায়ের সিআইপি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, বা ই স স এর মহা সচিব দেলোয়ার হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান রাকিব। অনুষ্ঠানে বক্তারা বা ই স স আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন আপনারা জনগণের প্রতিনিধি ।জনগণের প্রত্যেকটা ভালো মন্দ কাজের সাথে আপনাদের কর্মকাণ্ড সম্পৃক্ত থাকে। তাই আপনাদের জনগণের সাথে আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে । তাদের পাশে দাঁড়াতে হবে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

সব ক্ষেত্রেই ‌ বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। আর এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। আর তাই আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কে আবারো ক্ষমতায় আনতে হবে।
আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category