ফরিদপুর জেলা প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে সংগঠনের মহানগর শাখার আহবায়ক বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে
শহরের সিভিল সার্জন সড়কে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ড্রীমপুকুর শপিং কমপ্লেক্স এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাহাবুবুল আলম পিংকু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমটি আখতার টুটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম,মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ,সহ সভাপতি কেএম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার
মহানগর জাসাসের আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল হাসান তুহিন, সদস্য সচিব মোঃ বাকু মিয়া,ফরিদপুর জেলা তাঁতী দলের আহবারক আরমান মিয়া।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সনাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন
এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। বক্তারা অবিলন্বে বেগম খালেদা জিয়া ও মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply