ফরিদপুর জেলা প্রতিনিধিঃ সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ রবিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় । সরকারী রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে বিগত ০৬ সেপ্টেম্বর তারিখে বহিরাগত কতিপয় দুষ্কৃতীকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর এর প্রতিবাদ ও হল সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ফরিদপুর শহর ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান মিনান এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে পৌঁছলে
মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও কবি জসীমউদ্দীন হল এর সুপার জিলাল হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান আওরঙ্গ, রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কবিরুল ইসলাম কবির, মোহাম্মদ শোয়েব হোসেন, সদর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রানা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিম ।
এ সময় কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা , রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দিন হলে কতিপয় বহিরাগত দুষ্কৃতীকারী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘটনায় জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূক শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়াও তারা অবিলম্বে হল সংস্কারের দাবি জানান।
Leave a Reply