সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি ক্রয় করে এক বছরেও দখল নিতে পারছে না জমির মালিক শাহ আলম। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাপুর ইউনিয়নের নাটশালা নামক গ্রামে শাহ আলম ওই ইউনিয়নের মৃত বাবর আলীর পুত্র।
ক্রয়কৃত জমির দখল নিতে বাঁধা দেয়ায় নাটশলা গ্রামের মৃত হানি মিস্ত্রির পুত্র মোক্তার আলী ও মৃত ওসমান আলী পুত্র হোসেন আলীর বিরুদ্ধে ক্রয়কৃত জমির মালিক শাহ আলম গত সোমবার থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, নাটশালা গ্রামের মৃত হোসেন প্রামানিকের দুই পুত্র সুলতান প্রামানিক ও কাচু প্রামানিকের নিকট থেকে গত ১৬/০৮/২০২২ ইং তারিখে নাটশালা মৌজার ২৪০ শতাংশ জমি ১০২৯৪ নং দলিলমুলে ক্রয় করেন। যাহার এস এ খতিয়ান নং ২১৫ ডিপি ৩৩৫, ৩৬২ এবং দাগ নং ১৬৫১, ১৬৪২ সহ মোট ১০টি দাগ উল্লেখ করেছেন। জমি ক্রয় বিক্রয়ের সংবাদ জানতে পেরে বিবাদীগণ জোরপূর্বক ভোগদখল করেন। এরপর পুর্বের মালিকের কাছে জমি বুঝে চাইলে জমির মালিক এবিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জমির দলিল করে দিয়েছি কাগজ দিয়েছি আপনার জমি আপনি দখল করেন গিয়ে এমন কথা বলেন। আমি গত ০২/০৮/২০২৩ ইং তারিখে জমিদখল চাইলে বিবাদীগণ তাহাদের দাঙ্গাবাজ “লোকজনসহ আমার ওপর ক্ষিপ্ত হইয়া ওঠে এবং জমি ছাড়িয়া দিতে অস্বীকার করিয়া আমাকে মারপিট করার জন্য উদ্যত হয়। আমি বিবাধে না জড়িয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি তারাও ব্যাথ হয়।
এবিষয়ে থানা ইনচার্জ একে.এম আজমিরুজ্জামান জানান, অভিযোগের তদন্ত চলছে তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply