সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা’র ডিজিটাল বাংলাদেশে রুপান্তর ও স্মার্ট বাংলাদেশে রুপান্তিত করার লক্ষে, মেগা প্রকল্প বাস্তবায়নসহ দেশের বিভিন্ন উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জে উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সোনারায় ইউনিয়নের শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আবু নাসের মিরানের সভাপতিত্বে উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আশরাফুল আলম সরকার লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড: এম এ মতিন মিয়া, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা খন্দকার মাইদুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম সরকার লেবু বলেন, আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় মানুষের জীবনের মানোন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকল বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা সহায়তা, গৃহহীনের গৃহ প্রদানসহ দেশের মানুষের ব্যক্তিগতভাবে অসংখ্য অবদান রেখেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশে খুন, দুর্নীতি আর মাদকের আসর বসানোর স্থান তৈরি হয়। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান করেন।
Leave a Reply