সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জতীয় শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, এবং আলোচনা সভায় প্রধান বক্তা বক্তব্য রাখেন, জেলা জতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু সুধাংশু কুমার রায়, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা জতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ হায়দার আলী, আহসান হাবিব রন্জু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, বীর মুক্তিযুদ্ধো সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।
এর পুর্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদখিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শেষে কেক কেটে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
Leave a Reply