শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭ Time View

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের ৫০তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পলশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান -এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন,পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ অন্যান্য তালিকাভূক্ত খেলায় ১টি পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দু’টি ভেন্যুতে অংশগ্রহণ করে।

শেষে অতিথিবৃন্দ পৃথক পৃথক খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানারআপ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category