ফরিদপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি নির্বাচন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন অফিসে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৭ জন প্রার্থী ১৩ টি পদের জন্য নির্বাচন করছেন। এর মধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ইতোমধ্যে দুটো প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ৫৫১ জন ভোটার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রদান করবেন। পরবর্তীতে ফলাফল ঘোষিত হবে।
নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন শহীদ মোল্লা। সহকারি কমিশনারের দায়িত্ব রয়েছেন ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাফর খান সদস্য সচিব,নাজমুল হোসেন সদস্য আব্দুর রাজ্জাক সেলিম।
Leave a Reply