শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামের হামিদ মঞ্জিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্য জনাব শাহাদাব আকবর লাবু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‌ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামচুল হক ভোলা মাস্টার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিচুর রহমান বালী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, বেলায়েত হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা
যুবলীগের সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যে, বাংলাদেশের ইতিহাসে মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান বলে শেষ করা যাবে না।১৯৭৫ সাল পরবর্তী যখন আওয়ামী লীগের হাল ধরার মত কেউ ছিলো না তখনই মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের হাল ধরেছিলে। প্রধানমন্ত্রীর উপর বিগত দিনে যত বিপদ আসছে তার প্রতিবাদ হিসেবে সাজেদা চৌধুরীই প্রথম প্রতিবাদ করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর জননেত্রী শেখ হাসিনা যখন বিদেশে আশ্রয়ে ছিলেন তখন তাকে দেশে ফিরিয়ে আনতে সৈয়দা সাজেদা চৌধুরীই অগ্রণী ভূমিকা পালন করেছিলে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সারা বাংলাদেশেই সাজেদা চৌধুরীর সুনাম ছিলো। তাই আমাদের সকেলর উচিত সৈয়দা সাজেদা চৌধুরীর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করা। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category