সুুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ “পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের” আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্রি পিপিআর ভ্যাকসিনেশন ক্যাস্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুুন্দরগঞ্জ আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ফ্রি পিপিআর ভ্যাকসিনেশন ক্যাস্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফজলুল করিম, প্রকল্প এ.উ.ড আব্দুর রহমান, উপ-সহকারি ভ্যাকসিনেটর জাহাঙ্গীর আলম, এলএসপি মিলন মিয়া, ভ্যাকসিনেটর আহসান হাবিব, মিজান মিয়া, চন্দন সরকার, রফিক মিয়া, মোন্নাফ মিয়া,রেজাউল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফ্রি পিপিআর ভ্যাকসিনেশন ক্যাস্প পরিচালনা করে ১ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হয়।
Leave a Reply