শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭ Time View
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  কৃষি পুন্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, মিজানুর রহমান মিজান, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।
এরপর কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অথিতিরা।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৭ শত ৬০ জন কৃষককে সরিষা, ভুট্টা, গম, চিনা বাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মশুর ও সয়াবিন বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষাবাদের জন্য সার-বীজ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category