সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূগা পুজা মন্দির পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল হতে এর পুর্বে মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামের প্রদান করেন এবং পরিদর্শনকালে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।
শুক্রবার সন্ধায় উপজেলার বেলকা ইউনিয়নের ৩টি মন্দিরে সহায়তা প্রদানের মধ্যে দিয়ে উপজেলার ১৪৩টি মন্দির-মন্ডপে সহায়তা প্রদান করবেন।
পরিদর্শন কালে এক আলোচনা সভায় আশরাফুল আলম সরকার লেবু বলেন, জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সুশৃঙ্খল পরিবেশে সকল ধর্মীয়দের উৎসব উৎযাপনে আহবান করেন।এবং তিনি আরও বলেন, শারদীয় দূগোৎসব হিন্দু সম্প্রদায়ের মহা আনন্দের উৎসব। প্রতিবছর নতুন বার্তা নিয়ে দেবী দূর্গার আগমন ঘটে এবং সকলের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের নারী ও পুরুষ আনন্দ উপভোগ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপন্থিত ছিলেন, বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান নুর বেলকা ইউপি রেজাউল মিয়াসহ পুজা কমিটি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply