সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সামাজিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
গত রোববার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক কবরস্থানের কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি গোলাম সরওয়ার এর সঞ্চলনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিন খান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস ওরফে বাবু, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল আলম রেজা প্রমুখ।
সুধী সমাবেশ শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আওতায় ১৭ লাখ টাকা ব্যায়ে সামাজিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ।
Leave a Reply