সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি- জামাতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ দিয়ে নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়।
বুধবার সন্ধায় বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বেলকা বাজারে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, ৪ নং বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান আলী সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশাদুজ্জামান আসাদ, লিমন সরকার, ওয়ার্ড আওয়ামী’লীগের সদস্য মোশারফ হোসেন,মোস্তাফিজার রহমান, গোলজার রহমান সহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সস্পাদক আশরাফুল আলম সরকার লেবু বলেন, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ, সন্ত্রাসীবাহীনির নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা শান্তি সমাবেশ করছে। তিনি বলেন, বিএনপি- জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে আছে। উপজেলার বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল- সমাবেশ করেছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।
Leave a Reply