সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতার মুৃরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই দিবসটি উপলক্ষে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান শাকিল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুজ্জামান প্রামানিক তুহিন, সাধারণ সম্পাদক জামিউল আনছারী লিংকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রতন মিয়া, আসাদুজ্জামান নুর, সুমন মিয়া প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ মাহমুদ হাসান।
এসময় মিসেস আফরুজা বারী বলেন, জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান এই চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধাভরে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি বাঙ্গালী স্মরণ করবে। আজকের এই দিনে আবারো একদল সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢুকে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। বাঙালী জাতির জন্য মানব সভ্যতার ইতিহাসে বেদনাবিদুর অধ্যায় আজকের এই দিনটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তির হিংসা একটুও কমেনি। তাঁদের হিংসার নির্মমতার আরেক বহিঃপ্রকাশ করেন কারাগারে জাতীয় চারনেতাকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এমন নির্মমতার ঘটনা দু:খজনক একটি অধ্যায়।বাঙালী জাতি কখনো ভূলবেনা জাতীয় চার নেতাকে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। সাথে সাথে একথাও আমাদের স্মরণে রাখতে হবে যে, ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সতর্ক থেকে অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
Leave a Reply