শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিএনপির অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ-বিজিবি-র‌্যাব

আহসান হাবিব পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ড ও বিশৃঙ্খলা পরিস্থিত ঠেকাতে সারাদেশের মতো উত্তরের শান্তিপূর্ণ জেলা পঞ্চগড়ে পুলিশ-বিজিবি-আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একত্র হয়ে নাশকতামূলক কর্মকান্ড ও বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলবাহিনী।

অবরোধ কর্মসূচিতে জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা প্রদানে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসার, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

রোববার জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও ১৮ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ যুবায়েদ হাসানকে জেলা শহরে আইনশৃঙ্খলাবাহিনীর টহল পরিদর্শন ও নিদের্শনা দিতে দেখা গেছে।

র‌্যাবের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের নাশকতকামূলক কর্মকান্ডের চেষ্টা করা হলে র‌্যাব সেটা প্রতিহত করবে। র‌্যাবের চেকপোস্ট থাকবে। স্ট্রাইকিং ফোর্স টহল দেবে। সে অনুযায়ী সারা দেশের মতো পঞ্চগড়েও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

রোববার বিকেলে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ যুবায়েদ হাসান জানান, বিএনপির দুদিনের ডাকা অবরোধ রোববার সকাল থেকে শুরু হয়েছে। এ অবরোধে যেকোন নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থান, রেল স্টেশনসহ মহাসড়কগুলোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ও সকালে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়েছে। এ সময় জনসাধারণকে আশস্ত করা হয়েছে মহাসড়কে যানবাহন চলাচলে কেউ যেন প্রতিবন্ধকতা, নাশকতাসহ কোন প্রকার ক্ষতি করতে না পারে সার্বিক নিরাপত্তা দিতে বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা কাজ করছে।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, বিএনপির ডাকা অবরোধে নাশকতা ঠেকানো, বিশৃঙ্খলা সৃষ্টিসহ জন সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ড ঘটেনি। সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category