নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রত্যেকটি উপজেলায় অবস্থান কর্মসূচী চলছে।
বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়েরর সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান সহ দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply