রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে এমপি একরামের নেতৃত্বে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি

গোলাম মোস্তফা হায়দার চৌধুরীঃ নোয়াখালী।।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯৫ Time View

নোয়াখালীর সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বুধবার সকালে জেলার প্রধান সড়ক সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে মাইজদী বাজার পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচিতে যোগদান করেন।

এ সময় হরতাল-অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীতে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করে এমপি একরাম বলেন, বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নোয়াখালীর মাটিতে তাদের কোনো স্থান হবে না।

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত আগুন সন্ত্রাস বিএনপি জামায়াতের হরতাল অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকবো।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে হরতাল অবরোধ বিরোধী শ্লোগান দেন এমপি একরাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, ,সাবেক জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা কামাল ,নোয়াখালী পৌরসভার কাউন্সিল ফখরদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু ,আব্দুর রহিম, আমির হোসেন বাহাদুর, সিদ্দিকুর রহমান সাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category