লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের বাস্তবায়নে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ১২শত দারিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের আজিজ নগর মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিশু স্বর্গ ফাউন্ডেশন সহযোগীতায় শীতবস্ত্র হিসেবে প্রতি শিক্ষার্থীর মাঝে একটি করে হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, লায়ন্সের পাস্ট কাউন্সিল চেয়ারম্যান ও ফেলো অফ চার্টার্ড একাউন্টেন্ড (এফসিএ) লায়ন স্বদেশ রঞ্জন সাহা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী, শিশু স্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দসহ প্রমূখ।
দারিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়ানোর এমন উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
Leave a Reply