যশোর শহরের প্রাণকেন্দ্রে চুরিপট্টিতে ছুরিআঘাতে যুবক খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় শহরের বড়বাজার চুড়িপট্টিতে এ খুনের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাজিম হোসেন ওরফে (সাজেদ) (১৭)। তার বাড়ি সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামে। তিনি শহরের প্রাণকেন্দ্র বড়বাজারের চুড়িপট্টির একটি দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আনুমানিক রাত ৮টার দিকে একই এলাকার পায়েল, ইয়ামিন, রায়হান সহ ৬/৭ জন অজ্ঞাত যুবক দোকান থেকে রাজিমকে ডেকে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাত তার বুকে বিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ব্যবসায়ীরা জানান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সেপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকারীদের চিহিৃত করতে পেরেছে। তাদেরকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
Leave a Reply