পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারের দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিমের সঞ্চালনায় মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগৈর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, যুবলীগের আহবায়ক বাবুল আকতার, ইউসুফ আলী, সদর যুবলীগের সভাপতি আবু সাঈদসহ উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply