শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন

নড়াইলে তিন মহিলা মাদক ব্যবসায়ীর যাবৎজ্জীবন কারাদন্ড

সৈয়দ রুবেল কবির নড়াইল:
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮১ Time View

নড়াইলে একটি মাদক মামলায় তিন মহিলা মাদক ব্যবসায়ীকে যাবৎজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন। যাবৎজ্জীবন কারাদন্ড আসামী শাহিদা বেগম (৪০) যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ও ফাতেমা বেগম (৩৮) একই এলাকার মৃত মওলা বক্সের মেয়ে । অপর পলাতক আসামী পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান কালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লামী কালে শাহিদার কাছে বিশেষ ভাবে ওড়নায় মোড়ানো ৪০ বোতল, আসামী ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামী পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এ এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে লোহগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত শাহিদা বেগম , ফাতেমা বেগম, পলাতক আসামী পেয়ারা বেগমকে যাবৎজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category