শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

মাগুরায় উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ সচিত্র ভিডিও দেখলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট -চন্দন দেবনাথ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে রবিবার ১২ নভেম্বর বিকাল ৪.৩০ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রামাণ্য ভিডিও চিত্র দেখানো হয়। এসময় ভিডিও চিত্র প্রদর্শনী উপভোগ করেন, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, সদর উপজেলা প্রশিক্ষিকা (টিআই) ষষ্ঠী রাণী মজুমদার, আনসার ব্যাটালিয়ন এপিসি আবু তালেব, নায়েক আব্দুস সালাম, আনসার ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কোম্পানি কমান্ডার ও ভিডিপি বাহিনীর সদস্য বৃন্দগণ।

প্রামাণ্য ভিডিও চিত্রে দেখানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র, পদ্মা সেতু, নদীর তলদেশে কর্ণফুলীতে বঙ্গবন্ধু ট্যানেল, কক্সবাজার মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার আধুনিক আইকনিক ঝিনুক রেল স্টেশন, ভাঙ্গা আধুনিক রোডের চিত্র, ঢাকা থেকে মাওয়া আধুনিক ৩৫ কিলোমিটার ফোরলেন জাতীয় রোড, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, ঢাকার মহাখালী সহ বিভিন্ন ফ্লাইওভার রোড, উন্নত মানের শিল্প কলকারখানা, বিমানবন্দর, শিক্ষণীয়মূলক নাটিকা, বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন শিল্পীদের গান, আগামী ২০৩০ সালের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, যাতায়াত সহজ করার জন্য নতুন রেললাইন, নতুন ব্রীজ, বিধবা ভাতা নাটক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার নাটক, কৃষি চাষাবাদে উন্নয়ন মূলক কাজ, সহ ইত্যাদি বিভিন্ন রকম মেগা শিল্প ও উন্নয়ন মূলক কাজ।

আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৭১, ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের ভিডিও চিত্র দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category