যশোরে মাদক মামলায় এক ব্যাক্তির দশ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে মহামান্য আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দা। এছাড়া, এ মামলার অপর আসামি ঝিকরগাছা উপজেলার পঞ্চনগর গ্রামের শেখ সুমনকে খালাস প্রদান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর সকালে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে একটি ট্রাক বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। তাৎক্ষণিক ডিবির একটি টিম ছোট মেঘলা গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। কিছু সময় পর একটি ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পরে তাদের দু’জনকে আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তখন তারা ট্রাকে মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করে। পরে ট্রাকের কেবিনেটে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ লাখ টাকা। এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সেকেন্দার আবু জাফর দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। সর্বশেষ, সোমবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ সাজা প্রদান করেন। একইসাথে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
Leave a Reply