শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে টাকা ছিনতাই অভিযোগে আটক-২

ভ্রাম্যমাণ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় টাকা ছিনতাইয়ের অভিযোগ দিতে গিয়ে পুলিশের কাছে ধরা পরেন ইসমাইল হোসেন ও মিরাজ হোসেন নামে দুই যুবক ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। এ সময় কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। আটক ইসমাইল মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মিরাজ একই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, দুই যুবক ইসমাইল হোসেন ও তার চাচাতো ভাই মিরাজ ১২ নভেম্বর কালীগঞ্জ থানায় যেয়ে ছিনতাইয়ের অভিযোগ করেন। তারা দাবি করেন ন্যাশনাল ব্যাংকের কালীগঞ্জ শাখা থেকে ১৯ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলে মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামে যাচ্ছিলেন। পথিমেধ্য কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মোস্তবাপুর গ্রামে পৌঁছালে অজ্ঞাতনামা দুইজন তাদের গতিরোধ করে টাকা ছিনতাই করে। এমন খবর এলাকায় প্রচার হলে বিষয়টি চাউর হয়ে উঠে। এসময় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছেন বলেও দাবি করেন একজন। তার হাতে ব্যান্ডেজ করা ছিল। পুলিশের সন্দেহ হলে তারা দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশ সুপার আরও জানান, ইসমাইল অনলাইন জুয়া খেলে প্রায় ২০ লাখ টাকা হেরে যায়। এজন্যে তার দুলাভাই মালয়েশিয়া প্রবাসী আতিয়ার রহমানের পাঠানো ১৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক সাজায়।
তাদের দেওয়া তথ্যমতে ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category