শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী২টি প্রকল্পের উদ্বোধন

সৈয়দ রুবেল কবির নড়াইল :
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ২টি প্রকল্পের উদ্বোধন করেন।

এরমধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা- মানিকগঞ্জ বাজার সেতু, এবং নড়াইল সদর উপজেলায় নাসিং কলেজ, আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজ,কালিয়ার সাবরেজিষ্ট্রি অফিস। এছাড়া আশ্রয়ন প্রকল্পের ৫ম পর্যায়ের গৃহ নির্মান ঘর কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মান ও কয়েকটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়।

১৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল দশটায় নড়াইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ কবিরুল হক মুক্তি,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান এড.সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.নাহিদ পারভেজ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন ও সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রকল্প গুলির উদ্বোধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নড়াইল-১ আসনের সংসদ কবিরুল হক মুক্তি,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ উপস্থিত অথিতি বৃন্দরা ভূমিহীন পরিবারের মাঝে বাড়ির দলিল হস্থান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category