শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন

সদর হাসপাতালের নতুন ভবন দ্রুত নির্মাণ, রোগিদের দুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে মানববন্ধন-সমাবেশ

গোলাম মোস্তফা হায়দার চৌধুরীঃ
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল নতুন ভবন দ্রুত নির্মাণ, রোগিদের দুর্ভোগ ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তাগণ বলেন, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল জেলার প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম আশ্রয়স্থল। স্বচ্ছল পরিবারগুলো বেসরকারি হাসপাতালসমূহে চিকিৎসা সেবা গ্রহণ করলেও হত দরিদ্র মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেয়া সম্ভব হয় না। কিন্তু সদর হাসপাতালে ওষুধ সংকট, পরিক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি বিকল থাকা, ডাক্তার নার্সদের সেবা প্রদানে অনিহা, গত তিন বছর ধরে টিনশেডের খুপড়ি কক্ষে ও ফ্লোরেই গাদাগাদি করে সেবা নিতে হচ্ছে রোগিদের। লোকবল সংকটের কারণে হাসপাতালের অভ্যন্তর ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

তারা বলেন, সরকার ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ৭ তলা ভবনের অবকাঠামো উন্নয়ন কাজে হাত দিলেও যে কাজ শেষ হবার কথা চলতি বছরের জুন মাসে সে কাজ এখনও শেষ হয়নি। ফলে তিল ধারণের ঠাঁই নেই চিকিৎসকের চেম্বারের সামনে। হাসপাতালের টিনশেড ওয়ার্ডগুলোতে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় ও চলাচলের পথে গাদাগাদি করে ফ্লোরিং করতে হচেছ রোগীদের। দীর্ঘ লাইনে অস্বস্তিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ব্যবস্থাপত্র ও ওষধ নিতে হচ্ছে রোগীদের। এতে রোগীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। রোগীরা রোগিবন্ধব সেবা নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানান ।

আমরা নাগরিক সমাজ মনে করি জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ভবন নির্মাণ কাজ শেষ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে হাসপাতালের অব্যবস্থাপনা নিরসন করে সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশে এবং আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেবেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে সদস্য সচিব জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ তারকেশ্বর নান্টু, অ্যাডভোকেট আজিজুল হক বকশী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম, কবি ও গবেষক ম. পানাউল্যাহ, নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, খুরশিদ আলম রাব্বানী প্রমূখ।

এসসময় সংহতি জানিয়ে মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ওয়ারিয়র্স, প্রথম আলো বন্ধুসভা, নিরাপদ নোয়াখালী চাই, স্বেচ্ছাসেবী নোয়াখালী প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category