শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

হযরত পীর মুকাররম আলী শাহ্ (রঃ) আলিম মাদ্রাসা ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন এমপি সাইফুজ্জামান শিখর

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

মাগুরা জেলার সদর উপজেলাধীন হযরত পীর মোকাররম আলী শাহ্ (রঃ) আলীম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফলক উন্মোচন করেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বুধবার ১৫ নভেম্বর বেলা ১১ টার সময় ইছাখাদা দরগা শরীফের হযরত পীর মোকাররম আলী শাহ্ (রঃ) আলীম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান করা হয়। ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র আলীম মাদ্রাসার সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম। ফুল দিয়ে এমপি সাইফুজ্জামান শিখরকে শুভেচ্ছা প্রদান করে অত্র মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী মোছাঃ ফাইমা খানম শেফা এবং বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলুকো ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করে ৪র্থ শ্রেণির ছাত্রী আছিয়া ইসলাম তুহফা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, হাজরাপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা বিনতে পরী সহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন সারা দেশে ৫৭০ টি মডেল মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category