নড়াইলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে জয়ন্তলালা ভদ্র জয় নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে যখম করেছে নিজ দলীয় প্রতিপক্ষরা। হামলার শিকার জয়ন্তলালা জয় চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোমবার (২০নভেম্বর) দুপুরে সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ ঘটনা ঘটে। জয়ন্তকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, জয়ন্ত ও শরিফুল নামে জয়ন্তর এক সহযোগী নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মটরসাইকেল যোগে শহরে ফিরছিলেন। পতিমধ্যে নড়াইল-মাইজপাড়া আঞ্চলিক সড়কের হাজীর বটতলা নাম স্থানে পূর্বথেকে অপেক্ষমান প্রতিপক্ষরা তাদের গতিরোধ করে । এ সময় জনন্তকে ধারালোঅস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর যখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে প্রথামিক চিকিৎসা দিয়ে জয়ন্তকে চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। দলে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হয় বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানিয়েছেন।
Leave a Reply