শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন

যশোরে মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়ার মুহূর্তে র‍্যাবের হাতে আটক দুই যুবক

বিশেষ প্রতিনিধি ইব্রাহিম ঈশান :
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

যশোর মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয়ার সময় হাতেনাতে যশোর র‌্যাব-৬ এর সদস্যদের হাতে আটক দুই যুবক। এ সময় তাদের কাছ থেকে বোতল ভর্তি পেট্রল উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর-মণিরামপুর সড়কের সদর উপজেলার কানাইতলায়।
আটকৃতরা হলো, সদর উপজেলার হামিদপুর উত্তরপাড়ার জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (৩০) ও একই গ্রামের ইনছান আলী মোল্লার ছেলে রাজু আহম্মেদ(২৬)। এছাড়া আটকৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করে এ তথ্য দেন র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
বিফ্রিংয়ে মেজর সাকিব আরও জানান, তাদের কাছে খবর আসে যশোর-মণিরামপুর সড়কে দুস্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা যশোর ও মণিরামপুরের একাধিক স্পটে অবস্থান নেন। এরমধ্যে একটি টিম কানাইতলার গাজী হোটেল ক্যাফের সামনে ছিলো। পাশেই বেশ কয়েকটি ট্রাক পার্কিং করা ছিলো। এরমাঝে তিনটি মোটরসাইকেলে ৬/৭জন এসে সেখানে তারা একটি ট্রাকে প্রেট্রোল দিতে গেলে। তাৎক্ষনিক র‌্যাবের-৬ এর একটি টিম তাদেরকে ধাওয়া করে। এ সময় ঘটনা স্থল থেকে দু’জনকে আটক করা হয়। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় আটক কৃত দু’জনের কাছ থেকে দুটি বোতলে রাখা দু’লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
ওই ট্রাকের ড্রাইভার রাজিব খান জানায়। তিনি ফরিদপুর থেকে (ঢাকা মেট্রো-ট-২০-৯৯২৮) নম্বরের ট্রাকটিতে সুতালি নিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাজী হোটেলের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে তিনি হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। এসময় এ ঘটনা ঘটে।
ব্রিফিংয়ে র‌্যাব দাবি করে, হরতালকে কেন্দ্র করে সরকার বিরোধী নাশকতা কর্মকান্ডের অংশ হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। এদিকে, ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রশাসনের নজরদাড়ি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category