অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে লাভলু ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের মধ্য কাকড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার বলেন,নাউতারা নদী থেকে হামিদুর রহমানের পুত্র লাভলু ইসলাম সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় তাকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী বলেন,বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।অভিযানে ডিমলা থানার এএসআই জিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply