নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৯ হাজার ১৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার ইসমাইল হোসেন টিপু (৩৬)।
পুলিশ জানায়, ডিউটি চলাকালে চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে ৩-৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় অপর একজন পালিয়ে যান।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদে তিনি জানান, তার পায়ে ফুটবল খেলার অ্যাংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে। পরে তার দুই পা থেকে অ্যাংলেট দিয়ে মোড়ানো পলিথিনের ভেতর থেকে ৯ হাজার ১৫০ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে, মাদক ব্যবসায়ী টিপুকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply