itpolly
২০ মার্চ ২০২৪, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মনিরুল

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ভোটারদের উদ্দেশে বলেছেন, ডেমরা-যাত্রাবাড়ীর মানুষ আমার আপনজন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন।

তিনি বলেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ থাকবে আগামী ১৭ তারিখ আপনারা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করবেন।

মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুল ইসলাম মনু এদিন যাত্রাবাড়ী ও ডেমরা থানার ৬৫, ৬৬, ৬৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।

এদিকে ঢাকা-৫ নির্বাচনী আসনে কাজলার পাড় উচ্চ বিদ্যালয়ের পাশে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল ক্রান্তি দাস এমপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও পরিচালনা করেন ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু।

এছাড়াও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকালে ৬৩নং ওয়ার্ড যুবলীগের ১৩টি কেন্দ্রভিত্তিক কমিটি ও ওয়ার্ডের নেতাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে মহানগর যুবলীগের নেতারা মতবিনিময় সভা করেন। পরে সব নেতারা ৬৩নং ওয়ার্ড যুবলীগের প্রধান কার্যালয় থেকে শুরু করে ভাঙ্গাপ্রেস হয়ে এলাকার বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৩নং ওয়ার্ডে যুবলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবু। দক্ষিণ যুবলীগের পক্ষে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের উপমুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, সদস্য খোরশেদ আলম মজুমদার, যুবলীগ নেতা কেরামত আলী পান্না, কাউসার হক, ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম জুয়েল, ৬৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাতিউর রহমান মিশু, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, সহসভাপতি এম আই খান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মো তসলিম, হাবিব রাব্বি প্রমুখ।

যাত্রাবাড়ী ৬২ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণা ও উঠান বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিক বাকের, কাউন্সিলর মোস্তাক আহমেদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, হাজী মোক্তার হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা বেইলীসহ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাহা বলিব সত্য বলিব

বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের রাষ্ট্রদূত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং ‘সামাজিক ব্যবসা’র (Social Business) প্রবর্তনের উপর গুরুত্বারোপ করলেন

উল্লাপাড়ায় জলাবদ্ধতার কবলে আবাদী জমি

আবু সাইদের বাবাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় দেশের মানুষ

খুনের বিচারহীনতা: সমাজের মানবিকতার মৃত্যুঘণ্টা

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার

ভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

১০

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল:

১১

ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

১২

উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

১৩

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে অনুরোধ জানালেন

১৪

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল

১৫

আদলতে কাদলেন ব্যারিস্টার সুমন, উপরে ডিম নিক্ষেপ

১৬

নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

১৭

উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

১৮

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

শাহজাদপুরে ১৭ মামলার পলাতক আসামী শাহীন গ্রেফতার

২০