সর্ব্বোচ্য আদালতের আপীল বিভাগের রায় অবমাননা। কর্মচারিদের সাথে অমানবিক আচরণ। সংসদীয় আইন অবমাননা। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারিকৃত গেজেট নোটিফিকেশন লংঘন। সরকারের নির্বাহী আদেশ অবমাননা। অপ্রদর্শিত আয়ে কোটি টাকায় ফ্ল্যাট ক্রয়।
নিজে লাভবান হয়ে ইয়াসির আরাফাত নামক একজন ঠিকাদারকে বিসিকের যাবতীয় ঠিকাদারী কাজ (টেন্ডারের কার্যাদেশ) প্রদান, এবং ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখে তার চাকুরীর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় বিসিকের চেয়ারম্যান মুহা:মাহবুবর রহমানকে ওএসডি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ২০২৪ তারিখ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। যার স্মারক নং ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২২.-৪৪। জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারির পর বিসিকের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে স্বস্তির শ্বাস নেমে এসেছে।
উল্লেখ্য যে, প্রশাসনিক অদক্ষতার কারণে বিসিক কর্মচারিদের সাথে চেয়ারম্যান মুহা: মাহবুবর রহমানের মন মালিন্য চলে আসছিল।
মন্তব্য করুন