নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়হর সেতু বদলে দিয়েছে ২০টি গ্রামের মানুষের জীবন

শাহ আলম সরকার:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদীর উপর ইট-পাথর-লোহা-সিমেন্টের যে অবকাঠামোটি দাঁড়িয়ে আছে তার নাম বড়হর সেতু।

উল্লাপাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর বড়হর-তেঁতুলিয়া পয়েন্টে এই সেতুটি নির্মাণ হয়েছে। উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত সুবিধার জন্য গুরুত্বপূর্ণ এই বড়হর সেতুটি। সেতুটি নির্মাণ হওয়ায় এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে। শুধু তাই নয়, দুই উপজেলার মানুষদের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

একে শুধুই একটি সেতু বললেও স্থানীয়দের কাছে তা কেবলই সেতু নয়, ২০ গ্রামের মানুষের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম নদীর উপর একটি সেতুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছে। সবাই ভাবতো তাদের একটি সেতু হবে যাতায়াত হবে ভোগান্তিহীন নির্বিঘ্নে।

ইয়াকুব নামের এক ব্যক্তি কে প্রশ্ন করলে, এই যে সেতুটি হলো- আপনাদের কেমন উপকারে লাগছে জবাবে তিনি জানান, এক সময় কলার ভেউরা দিয়ে লগি মেরে নদী পার হওয়া লাগত। এরপর নৌকা হলো। সর্বশেষ বঙ্গবন্ধু কন্যার সরকার সেতু করে দিলো। মাশাআল্লাহ এখন আর আমাদের কোনো দুর্ভোগ নেই।

স্থানীয় হেলাল নামের এক বাসিন্দা বলেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষ অবহেলিত ছিলো। ফুলজোর নদীর ওপর সেতু না থাকায় যুগের পর যুগ এলাকার মানুষের চলাচলের জন্য সহজ কোন মাধ্যম ছিলো না। যার ফলে মানুষের দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে দিন কাটাতে হতো। দুর্ভোগের সেই যুগের অবসান হলো। ব্রিজটি এলাকার মানুষের স্বপ্ন ছিলো। বাস্তবায়ন হওয়ায় পুরো এলাকার দৃশ্যপট পাল্টে গেছে।

সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা বাবলু বলেন, সেতুর সঙ্গে সড়কও পাকা হলো। বিদ্যুতের আলোয় আলোকিত হলো গ্রাম। পুরো দৃশ্যপট যেন এ সেতুটাই পাল্টে দিলো।

সিরাজুল ইসলাম নামের আরেক স্থানীয় জানায়, একসময় চার আনা দিয়ে নৌকা পার হতাম, সর্বশেষ নৌকায় ১০ টাকা দিয়ে পার হওয়া লাগতো। এখন নিমিষেই নদী পার হচ্ছি, জমির ফসল যেমন ধান, সরিষা, বিভিন্ন ধরনের শাজ সবজি অনায়াসে হাট বাজারে নিয়ে বিক্রি করতে পারছি। আমরা এই এলাকা থেকে যেখানেই ইচ্ছে চলে যাচ্ছি।

কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের বৃদ্ধ আফজাল মিয়া বলেন, ‘আমাদের বাড়ি কামারখন্দ উপজেলায় হলেও আমরা বড়হর হাটে নিয়মিত আসি। দীর্ঘদিন নৌকায় মালামাল পারাপার করে হাট করতাম, এতে আমাদের খুব কষ্ট হতো। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এ সেতুর। এখানে সেতুটি নির্মাণ হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমরা খুব সহজে যাতায়াত ও পণ্য সরবরাহ করতে পারছি।

স্থানীয়রা জানায়, কালের বিবর্তনে এ অঞ্চলের হাজার হাজার পেশাজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় পার হয়ে জীবিকা নির্বাহ করতো। স্বাধীনতার পূর্ব থেকেই এলাকাবাসী এই সেতুটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। বড়হর ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে ও অবহেলিত ২০ গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের চলাচলে আমাদের চাওয়াকে সারা দিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই ব্রিজটি তৈরি করে দিয়েছেন।
২০১৮ সালের ২১ আগস্ট সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম বড়হর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ব্রিজ নির্মাণের ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি সি৬৫: রয়েছে ৪ বছরের স্মুদ পারফরম্যান্স

৭০৩ ভোটের ব্যবধানে জয়ী আতাহার ইশরাক সাবাব চৌধুরী

অভয়নগরে সন্ত্রাসীদের দাপটে জিম্মি সাধারণ মানুষ

উল্লাপাড়ায় সড়ক দূর্ঘনায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন মোঃ পারভেজ আক্তার। প্রধান শিক্ষক, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়

নওগাঁয় ইটভাঙ্গা মেশিনের চাপায় সিএনজি যাত্রী নিহত

অনুষ্ঠিত হলো প্রতিভা প্রকাশ লেখক সম্মেলন ২০২৪

পঞ্চগড়ে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় ধান কাটতে গিয়ে এক কৃষকের জনের মৃত্যু

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

১০

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

১১

নড়াইলের লোহাগড়া ইতনা স্কুল এন্ড কলেজের তাপদাহে ১১-১২ জন শিক্ষার্থী অসুস্থ।

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন উদ্বোধন

১৩

ভূমি সেক্টরে রাজস্ব আদায় বৃদ্ধি করার ক্ষেত্র চিহ্নিত করুন – ভূমিমন্ত্রী

১৪

ছাতক দোয়ারবা বাজা‌রের লক্ষা‌ধিক মানুষ ভোগান্তি: রাস্তার পাকা স্লেপ লুটপাট ক‌রে বসত ঘর তৈ‌রি করেন ইউপি সদস্য

১৫

যশোরে সন্ত্রাসী শ্রমিকদের হামলায় সাংবাদিক আহত-৫: অভিযুক্ত আটক-৩

১৬

অভয়নগর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বেপরোয়া চক্রের সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক পুত্র -এসএম সিফাতউল্লাহ

১৭

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা মামলা

১৮

ডিমলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৯

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু

২০